নিজস্ব প্রতিবেদক: গণফোরামের সাধারণ সম্পাদক ডক্টর রেজা কিবরিয়াসহ ৪ জনকে বহিষ্কার করে আগামী ২৬  ডিসেম্বর জাতীয় কাউন্সিলের ঘোষণা দিয়েছে গণফোরামের একাংশ। আজ শনিবার(২৬ সেপ্টেম্বর)  জাতীয় প্রেসক্লাবে বর্ধিত সভার সভাপতি অধ্যাপক আবু সাঈদ সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান।

জাতীয় কাউন্সিল সফল করার লক্ষ্যে সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুকে আহ্বায়ক করে জেলা নেতৃবৃন্দসহ ২০১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

ডক্টর কামাল হোসেন গণফোরামের সভাপতি হিসেবে থাকবেন কি থাকবেন না, সে বিষয়ে কাউন্সিলে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ২০১৯ সালের এপ্রিল মাসে গণফোরামের পঞ্চম জাতীয় কাউন্সিল হয়। তিন বছর পর কাউন্সিল হওয়ার বিধান থাকলেও একাংশ এক বছরের মাথায় আবার কাউন্সিল আহ্বান করলো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে