তপনকান্তি মন্ডল, বিশেষ প্রতিনিধিঃ
নমামি গঙ্গে প্রকল্প, ডায়মণ্ড হারবারের উদ্যোগে ১ লা নভেম্বর দক্ষিণ চব্বিশ পরগণার আবদালপুরে অনুষ্ঠিত হল দীপোৎসব ও গঙ্গা প্রদর্শনী।
এই উৎসবের মাধ্যমে জনগণের মনে একদিকে যেমন গঙ্গার প্রতি শ্রদ্ধা জানানোর প্রচেষ্টা করা হয়েছে তেমনি অপরদিকে প্রদর্শনীর মাধ্যমে গঙ্গা নদী কিভাবে দূষিত হচ্ছে এবং কিভাবে তা রোধ করা যায় সেবিষয়ে জনগণকে সচেতন করা হয়েছে।
নেহরু যুব কেন্দ্র, ডায়মন্ড হারবার-এর জেলা যুব আধিকারিক অশোক সাহা,নমামি গঙ্গের প্রকল্প আধিকারিক সুজিত ভান্ডারী, স্থানীয় পঞ্চায়েত সদস্য অশোক কুমার নস্কর প্রমুখ বিশিষ্ট ব্যক্তিগণ এই উৎসবে উপস্থিত ছিলেন।