মোহাম্মদ আলী,মোংলা প্রতিনিধি:

 না ফেরার দেশে চলে গেলেন মোংলার গর্বিত সন্তান,প্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্’র ছোট ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক খ্যাতিমান সাহিত্যিক ও গবেষক ড. হিমেল বরকত।

রবিবার (২২ নভেম্বর) ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার বাড়ডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজেউন।তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে মোংলা রুদ্র স্মৃতি সংসদ, সাহিত্য পরিষদ, প্রথম আলো বন্ধু সভা মোংলা সহ বিভিন্ন সামাজিক পেশাজীবি সংগঠন।

ড. হিমেল বরকত ছিলেন বাংলা ভাষা ও সাহিত্যের একজন উদীয়মান লেখক ও পৃষ্ঠপোষক। কবি রুদ্রের মৃত্যুর পর তার সৃষ্টিকর্মকে দেশ ও দেশের বাইরে ছড়িয়ে দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি। হিমেল বরকত একাধারে কবি, উপন্যাসিক, ছড়াকার, গবেষক ও বহু গ্রন্থের প্রণেতা। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলেও লেখনীর মাধ্যমে সুনাম অর্জন করেছেন। ড. হিমেলে বরকত’র অকাল মৃত্যুতে মোংলা সাহিত্য অঙ্গনে শোকের ছায়া বিরাজ করছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (২৩ নভেম্বার) সকাল ১০ টায় মোংলা মিঠাখালী নিজ গ্রামে ড. হিমেলে বরকতের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে