পঞ্চগড় সংবাদদাতা : পঞ্চগড়ে বাঘ আতঙ্কে কয়েকদিন কাটার পর শিকারীদের অভিযানে খোঁজ মেলেনি বাঘের। তাই অভিযান শুরুর তিনদিন দিন পর তা শনিবার সমাপ্ত ঘোষণা করা হয়েছে। সদর উপজেলার পুরাতন একটি চা বাগানের জঙ্গল কেটে পরিস্কার করেও বাঘের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে বন বিভাগের শিকারিরা।
গত বৃহস্পতিবার থেকে চলা বাঘ খোঁজার অভিযান শনিবার সমাপ্ত ঘোষণা করা হয়।স্থানীয়দের ধারণা বাঘগুলো হয়তো ভারতে ফিরে গেছে অথবা অন্য কোথাও চলে গেছে। এর আগে, পঞ্চগড়ের সদর উপজেলার ভারতীয় সীমান্ত ঘেঁষা সাতমেরা ইউনিয়নের মুহুরিজোত, সাহেবীজোত, উষাপাড়া ও বাদিয়াগছ গ্রামে দেখা দেয় বাঘ আতঙ্ক। দু’টি প্রাপ্ত বয়স্ক আর তিনটি বাচ্চা বাঘ দেখা গেছে বলে দাবি করেন স্থানীয়রা।
এলাকাবাসী জানান, ভারত থেকে সীমান্ত দিয়ে বাঘগুলো ওই এলাকায় প্রবেশ করেছে। নিরাপদ থাকতে তাই রাত জেগে পাহারাও দিচ্ছিলেন গ্রামবাসী। পরে বাঘ ধরতে ঢাকা থেকে বন বিভাগের প্রুশিক্ষিত ৪ সদস্যের একটি দল বৃহস্পতিবার পঞ্চগড়ে যায়।