ক্রীড়া ডেস্ক:
ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামে বিশ্বের জনপ্রিয় দুই ফুটবল দল ব্রাজিল ও আর্জেটিনা। খেলাও শুরু হয় টান টান উত্তেজনা নিয়ে।
কিন্তু বল মাঠে গড়ানোর পাঁচ মিনিটে বাধে বিপত্তি। হঠাৎ বন্ধ হয়ে যায় খেলা। স্বাস্থ্যের ছাড়পত্র দেওয়া নিয়ে ঝামেলায় শেষ অবধি মাঠই ছেড়ে চলে যান আর্জেন্টাইন ফুটবলাররা।
জানা যায়, সাইড লাইনের পাশেই দেখা মেলে এক অচেনা ব্যক্তির। আর তাকে দেখেই দাঁড়িয়ে যান নিকোলাস ওটামেন্ডি ও মার্কোস আকুনা। আর এতেই বেঁধে যায় যত বিপত্তি।
অচেনা ওই ব্যক্তির পরিচয় জানতে চান দুই আর্জেন্টাইন। এসময় বাকিরাও এসে যোগ দেন। তবে তাৎক্ষণিক ওই ব্যক্তির পরিচয় জানা না গেলেও আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি জানিয়েছে, ম্যাচ অফিসিয়ালদের বাইরের উপস্থিত ব্যক্তিরা আসলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা।
সমস্যাটা শুরু হয় মূলত ইংল্যান্ড থেকে আসা আর্জেন্টিনার চার ফুটবলারের কোয়ারেন্টাইন ইস্যুতে। এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরোদের কোয়ারেন্টাইন শর্ত না মানার অভিযোগ আগে থেকেই করে আসছিল ব্রাজিল।
ব্রাজিলিয়ান হেলথ রেগুলেটরি এজেন্সির নির্দেশনা অনুয়ায়ী, ব্রাজিলিয়ান ছাড়া অন্য কেউ ব্রিটেন, উত্তর আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত থেকে ব্রাজিলে প্রবেশ নিষিদ্ধ। যাদের ছাড় দেওয়া হয়েছে, তাদের অবশ্যই দেশটিতে আসার পর ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
কিন্তু এই নিয়ম মানা হয়নি আর্জেন্টিনার স্কোয়াডে থাকা চার ফুটবলার এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো চেলসো ও ক্রিশ্চিয়ান রোমেরোর ক্ষেত্রে। নিয়ম না মানলেও তাদের একাদশে রাখে আর্জেন্টিনা।
তারা ম্যাচের পাঁচ মিনিট খেলে ফেলার পর শুরু হয় বিপত্তি। ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা ঢুকে পড়েন মাঠে। তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ তর্ক হয় আর্জেন্টাইন খেলোয়াড় ও কর্মকর্তাদের। পরে মাঠ ছেড়ে চলে যান আলবিসেলেস্তে ফুটবলাররা।