খুলনা প্রতিনিধি:
রূপসায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তির প্রকল্পের আওতায় গত ২৮ মে মৎস্যচাষীদের মাঝে ৩৬৮৯ কেজি মৎস্য উপকরন বিতরন করা হয়। দুপুর ১ টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন সহাকারী মৎস্য কর্মকর্তা মোঃ লিয়াকত হোসেন, যুবলীগ নেতা বাদশা মিয়া মৎস্যজীবি সমিতির আইচগাতী ইউনিয়নের সভাপতি শামীম বাবু,খান মারুফ হোসেন, মহিউদ্দিন মানিক,আঃ সবুর,প্রিন্স প্রমূখ।