খুলনা প্রতিনিধি:
খুলনার রূপসা উপজেলার দেয়াড়া গ্রামের ৩ মাদক বিক্রেতা ও খুলনা মিয়াপাড়া এলাকার ৩ মাদক বিক্রেতার ভ্রাম্যমান আদালতে সাজা এবং অর্থ দন্ড হয়েছে। রূপসা থানা পুলিশ জানায় গত ২০ এপ্রিল সকালে জাবুসা এলাকা থেকে থানা পুলিশের একটি দল খুলনা মিয়াপাড়া এলাকার হাবিবুর রহমানের পুত্র মিরাজ শরীফ (২৭), খায়রুল ইসলামের পুত্র নুরুজ্জামান সবুজ (৩০) এবং আব্দুর রাজ্জাকের পুত্র রাজু খান (২৮) কে মাদক সহ আটক করে। অপরদিকে থানা পুলিশের অন্য একটি দল দেয়াড়া গ্রামের গাজী দোস্ত মোহাম্মদ এর পুত্র মহিবুল্লাহ গাজী (৩০) কে ৩০ গ্রাম, কলিমুল্লা গাজী (৩৪) কে ৮ পুরিয়া এবং আব্দুল মান্নানের পুত্র সাইফুল ইসলাম (২০) কে ১৬ গ্রাম গাজা সহ আটক করে। পরে রূপসা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: মাসুম বিল্লাহ ধৃত ৬ আসামীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন এবং অর্থ দন্ড করেন। তাছাড়া সারা বাংলাদেশে লকডাউন চলাকালীন সময়ে মোটরযান আইনে ৬ টি মামলা দায়ের হয় এবং ২৭০০ টাকা জরিমানা প্রদান করা হয়।