খুলনা প্রতিনিধিঃ
খুলনা রূপসার আঠারো বেকী নদীর তীরদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৫ জনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেছে। সূত্র জানায় রূপসা উপজেলার আঠারো বেকী নদীর নন্দনপুর এলাকা থেকে আলাইপুর গ্রামের আবদুল্লাহ শিকদারের পুত্র শাহজালাল শিকদার (২৪) মৃতঃ শাহজালালের পুত্র আবু তালেব (২০) রব্বানী শেখের পুত্র আলামিন শেখ (৩৫) আবদুল্লাহ শিকদারের পুত্র শাহাবুর শিকদার (২০) এবং সুলতান শিকদারের পুত্র আজিম শিকদার (৩০)  অবৈধভাবে বালু উত্তোলন করছিলো। গত ৪ জুলাই সকালে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বালু উত্তোলনকারী ৫ জনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দন্ডিত করেন। এসময় ঘটনাস্থল থেকে বালু উত্তোলন করা ড্রেজার মেশিন জব্দ করা হয়। ঘটনার সময় রূপসা থানার অফিসার্স ইনচার্জ সরদার মোশাররফ হোসেন সহ পুলিশের একটি টিম সহযোগিতা করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে