খুলনা প্রতিনিধি  :
রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত আইন শৃংখলা ও সমন্বয় কমিটির সভা গত ২১ অক্টোবর বৃহস্পতিবার  বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম এর সভাপতিত্বে জুম কনফারেন্স প্রধান অতিথি বক্তব্য রাখেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী।
তিনি বলেন,  আইন-শৃঙ্খলা অবনতি হওয়ার মত কোন কাজ করা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।  ইউপি নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সকলকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে  বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাজ্জাদ হোসেন, রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ, হোসেন।
এ সময় বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের, ফারহানা আফরোজ মনা, অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, সমবায় কর্মকর্তা প্রশান্ত ব্যানার্জি, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আ: রব, জেলা আওয়ামীলীগে সাবেক সদস্য আ: মজিদ ফকির, বন কর্মকর্তা মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, কামাল হোসেন বুলবুল, মো. জাহাঙ্গির শেখ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব প্রমূখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে