খুলনা প্রতিনিধিঃ
খুলনা রূপসার বাগমারা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম। আজ ২৩ মে বেলা ৩ টায় তিনি এ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন। এ সময় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ৯টি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও পরবর্তীতে খাদ্যসহায়তা সামগ্রী প্রদানের জন্য প্রতিশ্রুতি দেন। এ সময় আগুনের তাপে ঝলসানো মিনারা বেগমের চিকিৎসার সার্বিক ব্যবস্থা করার জন্য নিজ গাড়িতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসে নেওয়ার ব্যবস্থা করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, সহকারী মাধ্যমমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তকবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফ হোসেন প্রমূখ।