খুলনা প্রতিনিধি :
মানবিক সেচ্ছাসেবী সংগঠন খুলনা ফুড ব্যাংক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে তাদের সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে।
সংগঠনের কার্যক্রমের অংশ হিসাবে শুক্রবার সকালে খাদ্য সামগ্রী ট্রলার যোগে ও একঝাঁক সেচ্ছাসেবী দাকোপে রওনা দেয়।
৪৫ টি গরীব অসহায় পরিবারের মাঝে এক মাসের প্যাকেজ খাদ্য সামগ্রী তৈরী করে দাকোপের প্রতন্ত্য অঞ্চলে ত্রানসমগ্রী বিতরন করে।
ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সালাউদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৌরভ গাইন,যুগ্ম সাধারণ সম্পাদক কমলেশ বাছাড়,কোষাধক্ষ্য আসাদ শেখ,, সংগঠনের উপদেষ্টা শাহ্ জিয়াউর রহমান স্বাধীন, লিমন,সুমন,স্বাধীন, জীবন,জাহিদ,ইমরান ইমু,সাইফুল ইসলাম দাদুভাই ,বিপ্লব সহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।