খুলনা প্রতিনিধিঃ
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার কাঠালতলা বাজার এলাকা থেকে চাউল ভর্তি ট্রাকের ভেতর থেকে ৪৬০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব-৬। এঘটনায় আজ রবিবার (২১ মার্চ) ডুমুরিয়া থানায় মামলা হয়েছে।
গ্রেফতারকৃতরা হল- সাতক্ষীরার কলারোয়ার লাঙ্গলঝাড়া গ্রামের মৃত শাহানুর মোল্যার ছেলে মোঃ আল আমিন মোল্যা (২৮) ও নূর ইসলামের ছেলে মোঃ আসাদুল ইসলাম (৩২) এবং একই থানার কাকডাঙ্গা গ্রামের মোঃ রাজ আলীর ছেলে মোঃ সিপাইদ হোসেন (১৯)।
র্যাব ই-মেইল বার্তায় আরও জানিয়েছে, আজ রবিবার ভোরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে যানবাহন তল্লাশীকালে (ঢাকা মেট্রো- ট- ২২- ৮১৬১) চাল ভর্তি ট্রাকটির মধ্যে থেকে ৪৬০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। তল্লাশীর জন্য থামানোর সংকেত দিলে গাড়ির চালক দ্রুত বেগে চেক পোষ্ট অতিক্রম করার চেষ্টা করেছিল। পরে অবশ্যই চালকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।