খুলনা প্রতিনিধিঃ
খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা এলাকায় রোববার দুপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
আহতদেরকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার দুপুরে একটি ইজিবাইক যাত্রী নিয়ে ফুলতলা থেকে নওয়াপাড়ার দিকে যাচ্ছিল। খুলনা-যশোর মহাসড়কের বেজেরডাঙ্গা এলাকায় খুলনাগামী একটি প্রাইভেটকারের সাথে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক আবু তাহের গুরুতর আহত হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আবু তাহের রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
এছাড়া আহত শিশু আয়েশাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহত ইকবাল হোসেন, তার স্ত্রী সাবিনা ও রবিউল ইসলামকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ প্রাইভেটকার ও ইজিবাইক আটক করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে