খুলনা প্রতিনিধিঃ
খুলনা -৪আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যতদিন এদেশের মানুষের দায়িত্বে নিয়োজিত থাকবেন  তত দিন পর্যন্ত এদেশের মানুষের জান, মাল,ইজ্জত নিরাপত্তা থাকবে।
  প্রধানমন্ত্রীর নেতৃত্বে এদেশের মানুষ দারিদ্রকে জয় করে বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছে।
 তিনি আর ও বলেন করোনা ভাইরাস  নামক মহামারী থেকে এদেশের মানুষকে নিরাপত্তা দিতে নিজের জিবনকে বাজি রেখে তিনি সার্বক্ষনিক কাজ করে যাচ্ছেন। একারনে বিশ্বের যেকোন দেশ থেকে বাংলাদেশ অনেক সুরক্ষা রয়েছে।
সালাম মূশের্দী সেবা সংঘের আয়োজনে ও সাবেক ইউপি চেয়ারম‍্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান  এর ব‍্যবস্থাপনায় রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের চানপুর  এলাকার অসহায়দের মাঝে ২০ এপ্রিল বিকালে   চানপুর সরকারী প্রাথমিক বিদ‍্যালয় মাঠে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস‍্য ও অধ‍্যক্ষ ফ ম আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, নজরুল ইসলাম,ভাইস চেয়ারম‍্যান ফারহানা আফরোজ মনা,  এমপির চিফ কো-অডিনেটর ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, সালাম মুর্শেদী সেবা সংঘের টিম লিডার ও যুবলীগ নেতা সামছুল আলম, সুব্রুত বাগচী, মাধুরী রায়,স্বপ্না পাল,জেসমিন, ফিরোজা বেগম, আজিম আনম,জ‍্যাকি ইসলাম সজল,খায়রুজ্জামান সজল, শিমুল হোসেন, তরিকুল ইসলাম, রিয়াজ শেখ, শেখ রাসেল প্রমূখ।
ঘাটভোগ ইউনিয়নের চানপুর এলাকার ৪০০ পরিবারের মাঝে আটা, চিনি সেমাই, মুড়ি,ছোলা, খেজুর ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে