খুলনা প্রতিনিধি:
র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজে বিশৃংখলা সৃষ্টিকারী জলদস্যু, অস্ত্র ব্যবসায়ী, ডাকাত, কালোবাজারী, মানব পাচারকারী, মাদক ব্যবসায়ী, জঙ্গীবাদ ও অস্ত্রধারী ডাকাতদের গ্রেফতারসহ বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় ১৮ মার্চ বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে র্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কেএমপি, খুলনার হরিণটানা থানাধীন ময়ুর ব্রীজের দক্ষিণ পাশে ভার্সিটি রোডস্থ আরাফাত প্রকল্প জনৈক জামাল উদ্দিন এর বাড়ির সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এরুপ সংবাদ প্রাপ্ত হয়ে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। এ সময়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে ১। আল আমিন শেখ জনি(৪১), পিতা- শেখ আলী আরশাদ, মাতা- রহিমা বেগম, সাং- আইচগাতী, থানা- রুপসা, জেলা-খুলনাকে তৎক্ষনাত গ্রেফতার করা হয়। অতঃপর উপস্থিত সাক্ষিদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর দেহ তল্লাশী করে (এক) টি বিদেশী পিস্তল, ০২ (দুই) টি ম্যাগাজিন এবং ০২ (দুই) রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কেএমপি, খুলনার হরিণটানা থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।