খুলনা প্রতিনিধি :
খুলনা রূপসায়  ইউসুফ খান (২২)  নামে এক যুবককের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। সে উপজেলার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা গ্রামে জিন্দার খান এর ছেলে। নিজ ঘরে সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
  পরিবার জানায়, প্রায় এক বছর আগে ইউসুফ বিবাহ করে। সে অস্থায়ীভাবে জাহাজে মাল খালাসের কাজ করত। তার মাথায় কিছুটা সমস্যা ও একরোখা ছিল। দুই তিন দিন ধরে জ্বর ও শারীরিকভাবে অসুস্থ ছিল ইউসুফ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউসুফ প্রতিদিনের মত খাবার খেয়ে নিজের ঘরে যায়। এক প্রতিবেশী বাড়ির পাশের পুকুরে কাপড় ধৌত করার সময় মোবাইল পানিতে পড়ায় ইউসুফকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে ঘরের ভিতরে প্রবেশ করে তার ঝুলন্ত লাশ দেখতে পায় । পরে থানা পুলিশকে খবর দিলে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। থানার এসআই দীপক কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কি কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে