খুলনা প্রতিনিধিঃ
নগরীর ফারাজীপাড়া দে‌বেন বাবু রো‌ডের টি‌নার ব‌স্তি‌তে অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘ‌টে‌ছে। শ‌নিবার দুপুর দেড়টার দি‌কে এ অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘ‌টে। এ ঘটনায় ওই ব‌স্তির নয়টা ঘর আগু‌নে পু‌ড়ে শেষ হ‌য়ে যায়। ত‌বে কোন হতাহ‌তের ঘটনা ঘ‌টে‌নি।
প্রত‌্যক্ষদর্শী রিক্সাচালক রেজাউল জানান, দুপু‌রে তি‌নি ভাত খে‌তে বাসায় আ‌সেন। বা‌ড়ি ঢুকবার আ‌গে তি‌নি রাস্তার প‌শ্চিম পা‌শের গ‌লি‌তে ধোয়া দেখ‌তে পে‌য়ে আগুন নেভা‌নোর কা‌জে লা‌ফি‌য়ে প‌ড়েন। এর ম‌ধ্যে এ‌কের পর এক ঘ‌রে আগুন লে‌গে যায়। তার চিৎকা‌রে আশেপা‌শের লোকজন ছু‌টে আ‌সে। স্থানীয়ভা‌বে তারা আগুন নেভা‌নোর চেষ্টা ক‌রে ব্যর্থ হয়। পরবর্তী‌তে ফায়ার স‌র্ভিসের সদস্যরা আগুন নেভা‌তে সক্ষম হয়।
ফায়ার সা‌র্ভিস টুটপাড়া স্টেশন সি‌নিয়র মাষ্টার নজরুল ইসলাম জানান, সরকা‌রি জরুরি সেবা ৯৯৯ থে‌কে ফোন পে‌য়ে ঘটনাস্থ‌লে আ‌সেন। অ‌গ্নিকা‌ন্ডের ঘটনার প্রকৃত কারণ তি‌নি জানা‌তে পা‌রে‌নি। ত‌বে বিদ্যুতের শর্ট সা‌র্কিট থে‌কে এ ঘটনা ঘট‌তে পা‌রে ব‌লে তি‌নি জা‌নি‌য়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে