খুলনা প্রতিনিধিঃ
খুলনার তেরখাদা উপজেলার আজিজিয়া মারকাজুল উলুম মাদ্রাসা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম’র চারজন সদস্য গ্রেফতার করেছে র্যাব-৩।
শনিবার দিবাগত রাত আনুমাণিক পৌনে ৪টার দিকে তেরখাদা উপজেলার আজিজিয়া মারকাজুল উলুম মাদ্রাসায় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল- তেরখাদা দক্ষিণপাড়ার মৃত আব্দুল মান্নানের পুত্র মাওলানা মোঃ হাবিব মাসুদ রেজা (২৯), ঝালকাঠির নলসিটির দহরা গ্রামের আব্দুস সালামের পুত্র মোঃ আবু বক্কর সিকদার (২১), দিনাজপুরের বিরলের মাধবকাঠির শাহাদাত মোল্লার পুত্র মোহাম্মদ ইউসুফ আলী (২১) এবং নড়াইলের লোহাগড়ার নালিয়ার আব্দুল জব্বারের পুত্র আশরাফুল ইসলাম (৩২)। পুলিশের সুত্র জানিয়েছেন, র্যাব-৩ এর সদস্যরা অ্যাডিশনাল এসপি রিনা রানীর নেতৃত্বে খুলনার তেরোখাদা আজিজিয়া মারকাজুল উলুম মাদ্রাসা থেকে তাদের গ্রেফতার করেন। তেরখাদা থানার ওসি তদন্ত মোঃ মোশাররফ হোসেন ঘটনাটি নিশ্চিত করেন এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।