খুলনা প্রতিনিধিঃ
খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযান অভিযানে ১ কেজি গাঁজা ও ১০ ক্যান বেলজিয়ান বিয়ারসহ ৩ জনকে গ্রেফতার করেছে । এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা দায়ের হয়েছে।
শনিবার(৭আগস্ট) কেএমপির সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মোঃ সেকেন্দার আলী(৪২), মোঃ গোলাম রসুল সরদার(৪৬) এবং মোঃ দুলাল হোসেন মিঠু(৪৭) নামে তিনজন আটক হয়। এদেরকে মহানগরীর সোনাডাঙ্গা মডেল ও হরিণটানা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এদের কাছ থেকে এক কেজি গাঁজা এবং ১০ ক্যান বেলজিয়ান বিয়ার উদ্ধারের পর মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।