খুলনা প্রতিনিধিঃ
খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ একটি টীম বটিয়াঘাটা থানা এলাকায় মাদক উদ্ধারসহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে দুইজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে জানতে পেরে ০২/০৬/২০২১ ইং তারিখ রাত ১০.৩০ ঘটিকার সময় মামলার ঘটনাস্থল বটিয়াঘাটা থানাধীন সুখদাড়া হইতে কাতিয়ানাংলা বাজারগামী সুখদাড়া গ্রামস্থ রথখোলা মোড়ে জনৈক কাজলের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর পৌছায়ে আসামি ১। উত্তম রায় (২৫), পিতা-প্রনব রায়, মাতা-ভগবতী রায়, ২। সুজন রায় (২৫), পিতা- সুনিল রায়, মাতা-মনিষা রায়, উভয় সাং-সুখদাড়া মধ্যপাড়া, থানা-বটিয়াঘাটা, জেলা- খুলনাদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতার পূর্বক ১ নং আসামির নিকট হতে খবরের কাগজ দ্বারা মোড়ানো ৩০০ (তিনশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা এবং ২ নং আসামির নিকট হতে খবরের কাগজ দ্বারা মোড়ানো ২০০ (দুইশত) গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক ০২/০৬/২০২১ইং তারিখ রাত ১০.৪৫ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় উপরোক্ত আসামিদ্বয়ের বিরুদ্ধে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে বটিয়াঘাটা থানায় মামলা নং- ০৪, তারিখ- ০৩/০৬/২০২১ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করেন।