খুলনা প্রতিনিধিঃ
খুলনা রূপসা উপজেলা এসডিজি ফোরামের উদ্যেগে নৈহাটি ইউনিয়ন এসডিজি ফোরামের আয়োজনে করোনা সচেতনতায় সপ্তাহব্যাপি মাস্ক বিতরণের ও প্রচারভিযান কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির অংশ হিসাবে নৈহাটি ইউনিয়নের কালিবাড়ী বাজার,রূপসা বাজার,রেল ষ্টেশন, মাঝিপাড়া, ব্যাংকের মোড় ও রূপসা ঘাট এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে জনসচেতনতায় প্রচারভিযান ও মাস্ক বিতরন করা হয়।এ কার্যক্রমের নেতৃত্ব দেন ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, উপজেলা এসডিজি ফোরাম সদস্য সচিব মোঃ জুলফিকার আলী, এসডিজি ফোরাম নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আলমগীর হোসেন শ্রাবন,নৈহাটি ফোরাম আহবায়ক কামরূজ্জামান সোহেল, ইউপি সদস্য রীনা পারভীন, নারীনেত্রী মমতা হেনা জোসনা,ইমরাজ শেখ, আলহাজ শফিকুল ইসলাম,আলহাজ মোজাফ্ফার হোসেন,হানিফুর রহমান হিরন,নারীনেত্রী লিপিকা রাণী দাস, সাংবাদিক বিষ্নু চক্রবর্তী, রূপসা প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম তোতা, সাংবাদিক রাজু আহমেদ খান শহীদ, ব্যাবসায়ী নেতা শাহ জামান প্রিন্স,ভক্তরন্জন দে ও নজরুল ইসলাম, নাগরিক নেতা রয়েল আজম, আঃহালিম ও রূপান্তরের প্রজেক্ট অফিসার গোলাম মোস্তফা।