খুলনা প্রতিনিধিঃ
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) পিসিআর ল্যাবের পরীক্ষায় আজ শুক্রবার (১৮ জুন) ১৭১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে শুধু মাত্র খুলনা মহানগর ও জেলার ১৪৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে একদিনে।
সূত্রমতে, খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে আজ ৪৪৮ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৩৮৭ জন খুলনা মহানগরী ও জেলার। তাদের মধ্যে ১৭১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ১৪৯ জন, বাগেরহাটের ৮জন, যশোরের ৫জন, নড়াইলের একজন, গোপালগঞ্জের তিনজন, পিরোজপুরে, মাগুরা ও ফরিদপুরের এক করে করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।