খুলনা প্রতিনিধি:
রূপসায় আওয়ামীলীগ নেতার মৎস্য ঘেরে থেকে প্রায় ২লাখ টাকার মাছ চুরির অভিযোগ থানায় জিডি করা হয়েছে।
জানা যায়, রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা পচার বটতলা পুরাতন রেল লাইনের পাশে নৈহাটি ইউনিয়ন আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আজমল ফকির দীর্ঘদিন ধরে মাছের ঘেরে সাদা মাছের চাষ করে আসছে।
গত ৫সেপ্টেম্বর রাতে কে বা কারা ঐ মৎস্য ঘেরে বিশাক্ত দ্রব্য প্রয়োগ করে প্রায় ২ লাখ টাকার মাছ চুরি করে নিয়ে যায়। সকালে ঘের মালিকের লোকজন দেখতে পায় ঘেরে মাছ মরে ভেসে উঠেছে এবং মাছ চুরি নিয়ে গেছে।
এছাড়া সকাল ১০টার দিকে একই মাছের ঘেরের পাশে রাখা আরটিআর এ্যাপাচী লাল রংয়ের ১৫০সিসি মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যায় চোরেরা।
আজমল ফকিরের লোকজন ঘেরের ঘরে মোটরসাইকেলটি রেখে পানিতে সবজির মাচা তৈরি কাজ করতেছিল। কিছু সময় পর দেখতে পাই গাড়ীটি নেই। বিভিন্ন স্থানে খুজাখুজি করে কোথায়ও পাওয়া যায়নি।
এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন জানান, এসকল কাজের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। থানায় জিডি করা হয়েছে। যার নং- ২৫২ তাং-৬/৯/২১।