খুলনা প্রতিনিধি :
খুলনা রূপসা নৈহাটী ইউনিয়নের ইলাইপুরস্থ অনুশীলন মজার স্কুলের নবনির্মিত নিজস্ব ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠান ৮ ই মে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ০৪ আসনের এমপি মহোদয়ের সহধর্মিনী ও বিশিষ্ট সমাজসেবক মিসেস শারমিন সালাম। বিশেষ অতিথি রূপসা কলেজের অধ্যক্ষ ফ.ম. আব্দুস সালাম, সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর শামসুল আলম , রূপসা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল গফুর খান, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন ও সাংগঠনিক সম্পাদক রিনা পারভীন, রূপসা উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, খুলনা- ০৪ আসনের সাংসদ আব্দুস সালাম মুর্শিদীর কো-অর্ডিনেটর নোমান ওসমানী রিচি, সালাম মুর্শিদী সেবা সংঘের টিম লিডার শামছুল আলম বাবু।
এডভোকেট আব্দুল হালিমের সভাপতিত্বে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক অলক চন্দ্র দাস এর সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।
আরও উপস্হিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, রুপসা উপজেলা যুবলীগের সদস্য আশিষ রায়, ডিগ্রি কলেজের লেকচারার বিশ্বজিৎ পাল, রূপান্তরের প্রজেক্ট ম্যানেজার গোলাম মোস্তফা, ঘাটভোগ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মাধবী সরকার, সাবেক ইউপি সদস্য জোসনা খাতুন প্রমূখ।