খুলনা প্রতিনিধি :
কোভিড-১৯ এর কারণে সংকটময় সময় পার করছে সাধারণ মানুষ। অনেকের আয় নেই, ঘরে খাবার নেই ঠিক তখনি মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এলেন কাজদিয়া গ্রামের কৃতি সন্তান,বয়রা মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আহমেদুল কবির চাইনিজ। তিনি ৪ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা সদরে বিভিন্ন স্থানের করোনার কর্মহীন মানুষের মাঝে উপস্থিত থেকে খাদ্য সহায়তা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন টিএসবি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান কবির প্যারিস, কাজদিয়া বণিক সমিতির সভাপতি জুলফিকার আলী, নৈহাটি ৯নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মাসুম শেখ, মনিরুল ইসলাম মন্টু, সাংবাদিক ফ,ম,আইয়ুব আলী,এম মূরর্শীদ আলী, চিত্ত রঞ্জন সেন, নাহিদ জামাল, আবুল হাসান, সবুজ মোড়ল, ওবায়দুর রহমান, জহির খান, মেহেদি হাসান ইউসুফ, আনিস বিশ্বাস প্রমুখ।
এ সময় ২০০ পরিবারকে চাউল ৫ কেজি, ডাল-১ কেজি, তেল-১ কেজি, চিড়া-১ কেজি, আলু-২ কেজি, পিয়াজ-১ কেজি, আটা-১ কেজি, লবণ-১ কেজির প্যাকেট সহ বন্টন করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে