খুলনা প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থায়নে এবং খুলনা-৪ আসনের মাননীয় সাংসদ আব্দুস সালাম মূর্শেদীর সার্বিক তত্বাবধানে রূপসা উপজেলার টি এস বি ইউনিয়নের পাথরঘাটা-গদাইখালি জামে মসজিদের উন্নয়নের জন্য ২৩ এপ্রিল বেলা ১২-টায় ৩০মিঃ (টি আর) এর বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করা হয়।
উপজেলা ভাইসচেয়ারম্যান ফারহানা আফরোজ মনা মসজিদ এর ইমাম হাফেজ মোঃ রবিউল ইসলামের নিকট চেক হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি মোঃ জালাল উদ্দিন,সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, কামাল হোসেন লেলিন,শাইক রেজা সৌদি,খাজা মহিউদ্দিন,আঃ করিম, আঃ সামাদ বাবু, আলা উদ্দিন আলতাফ হোসেন, লিয়াকাত আলী প্রমূখ। অপরদিকে বেলা -১টা ১৫মিঃ ফারহানা আফরোজ মনা,গিলাতলা বাইতুন নূর জামে মসজিদের উন্নয়নের জন্য (টি আর) এর বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি মোঃ মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইমরান সেখ,নাহিদুজ্জামান,ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম বাবু,ফ ম মিজানুর রহমান,শামসুর রহমান,মোকাদ্দেস মীর,মুজিবর রহমান,রাশেদুল ইসলাম প্রমূখ।