খুলনা প্রতিনিধি :
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে ‘নো মাস্ক-নো সার্ভিস’ শ্লোগানকে সামনে রেখে রূপসা-বাগেরহাট বাস ও মিনিবাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন এর সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা ১লা এপ্রিল সকাল সাড়ে ১০ টায় মালিক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের এ এসপি রাজু আহমেদ ও রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, বাস মালিক সমতির সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, আঃ মজিদ ফকির, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, সহ-সাধারণ সম্পাদক মো. হাসান শেখ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মো. আরিফুর রহমান মোল্লা, কার্যকরি সহ-সভাপতি আকতার হোসেন খান,সদস্য আব্দুস সালাম, শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. হারুন মোল্লা, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম যুগ্ম সাঃ সম্পাদক আবুল কালাম, চিংড়ি বণিক সমিতির সম্পাদক আবু আহাদ হাফিজ বাবু, নৌকামাঝি সমিতির সভাপতি ও সম্পাদক।
বক্তরা বলেন, করোনার দ্বিতীয় ধাপে ক্রমাগত বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বাসে অতিরিক্ত যাত্রী না নেওয়ার ও বাসের সকল স্টাফ ও যাত্রীদের চালকদের মাস্ক পরা বাধ্যতমূলক করাসহ মাস্ক ছাড়া কেউ যাতে যাত্রী বহন না করে সে ব্যাপারে সকলের নজর রাখতে হবে। পাশাপাশি পরিবহন সেক্টরের প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।