খুলনা প্রতিনিধি :
সুন্দরবনের বনদস্যু রাজু বাহিনীর প্রধান রাজু মোল্লা (৪৯) কে রূপসা থানা পুলিশ গ্রেফতার ক রেছে। তার নামে হত্যা, চাঁদাবাজি, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
গত ১৮ এপ্রিল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, ওসি তদন্ত সিরাজুল ইসলাম ও এস আই বাবলা দাস সহ সঙ্গীয় ফোর্স এক অভিযান শুরু করে রাজুর বাড়ির এলাকায় এবং বাড়ীর আশ-পাশে পুলিশের উপস্থিত টেরপেয়ে রাজু দৌড়িয়ে পালানোর চেষ্টা ব্যর্থ হয়ে পুলিশের কাছে ধরাপড়ে যায়। আটককৃত রাজুর বসত ঘরে তল্লাশী করে একটি দেশী তৈরী বন্দুকের বাট ও একটি অস্ত্রের বোল্ট পাওয়া যায়।
পুলিশ সূত্রে জানাযায় ২০১৭ সালে খুলনায় র্যাবের হাতে অস্ত্র জমা দিয়ে রাজু ও তার বাহিনীর সদস্যরা আত্নসমর্পন করেছিল। তারপর কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে না এসে বরং পূর্বের জীবনে ফিরে যাবার জন্য দল সংগঠিত করার চেষ্টা করছে বলে পুলিশ জানায়। রাজু উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের শাহাদাত মোল্লার ছেলে।
এব্যাপারে রূপসা থানায় মামলা দায়ের হয়েছে। যার নং-১৩, তাং-১৮/৪/২১ইং।