খুলনা প্রতিনিধিঃ
খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম ২৭ জুন রবিবার রাত সাড়ে ৯ টায় পূর্ব রূপসা বাগমারা এলাকায় অভিযান চালিয়ে মো. কবির শেখ (৩৫) নামের এক গাঁজা বিক্রেতাকে আটক করে। আটককৃত আসামীকে হ্যান্ডকাপ লাগানোর কিছুক্ষণ পর কৌশল অবলম্বন করে হ্যান্ডকাপ সহ আসামী পালিয়ে যায়। পরে তাকে আটক করতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান অব্যাহত রাখেন। পরেরদিন ২৮ জুন সকাল ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির টু আইসি মো. শাহাবুদ্দিন শেখ বাগমারা এলাকার একটি বাড়ি থেকে পালিয়ে যাওয়া উক্ত মাদক বিক্রেতা কবির শেখকে হ্যান্ডকাপ সহ অবশেষে আটক করে।
আটকের পর আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করেন ফাঁড়ি পুলিশ। মাদক বিক্রেতা কবিরের বিরুদ্ধে রূপসা থানায় মাদক মামলা হয়েছে। যার নং-১৯, তারিখ-২৮/৬/২০২১ইং।