রূপসা উপজেলা প্রতিনিধিঃ

খুলনার রূপসায় দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ পত্রিকার ২য় বর্ষপুর্তি ও ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ ৭ জুন বিকেল ৫টায় রূপসা প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গের খুলনা প্রতিনিধি মোঃ মুস্তাফিজুর রহমান।

রুপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন সহ-সভাপতি খান মিজানুর রহমান, সাবেক সভাপতি
সাইফুল ইসলাম বাবলু, তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাবেক সাধারণ সম্পাদক ভোলানাথ রায়, তরিকুল ইসলাম ডালিম, কোষাধ্যক্ষ এমডি অলিদ শেখ, সাংগঠনিক সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, প্রচার ও দপ্তর সম্পাদক হামিদুল হক, সদস্য এম এ আজিম, হোসাইন আহমেদ, তৌহিদুল ইসলাম কচি, আব্দুল কাদের, চিত্ত রঞ্জন সেন, মোঃ বেনজীর হোসেন, চন্দন ভট্টাচার্য্য, মোঃ শাহরিয়ার হোসেন (মানিক), মুহাঃ নাইমুজ্জামান শরীফ, রেজাউল ইসলাম, বি,এম শহিদুল ইসলাম, ইসলামি ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আ: সালাম প্রমূখ।

অনুষ্ঠানের শেষ পর্বে কেক কেটে উপস্থিত সবাইকে খাওয়ানো হয় এবং পত্রিকার সাফল্য কামনা করা হয় ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে