রূপসা প্রতিনিধিঃ
রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে র্যালী, চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও আলোচনা সভা ১০ মার্চ’-২২ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) মো. সাজ্জাদ হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দীন বাদশা। বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ যোবায়ের, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ফরিদুজ্জামান। ” মুজিববর্ষের সফলতা – দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তারেক ইকবাল আজিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মতিয়ার রহমান, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান প্রমুখ। উল্লেখ্য আলোচনা সভার পূর্বে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান গেট থেকে শুরু হয়ে অফিসার্স ক্লাব মিলনায়তনে গিয়ে শেষ হয়।