খুলনা প্রতিনিধি:
খুলনার রূপসায় নদীতে গোসল করতে গিয়ে দ্বীন ইসলাম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। প্রায় ৪ঘন্টা পর লাশ উদ্বার করেছে ডুবুরি দল।
স্থানীয়রা জানায়, ২১এপ্রিল বেলা অনুমান ১১ঘটিকার সময় উপজেলার নৈহাটি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে (এসবিএম) ইট ভাটা শ্রমীক ওয়াদুদ গাজীর ছেলে দ্বীন ইসলাম আঠারোবেকী নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়।
এরপর শিশুটিকে আর খুজে পাওয়া না গেলে ফায়ার সার্ভিস ডুবুরি টিম নদীতে তল্লাশি করে বেলা অনুমান সাড়ে ৩টার সময় চর-শ্রীরামপুর নামক স্থানে শিশুটিকে মৃত অবস্থায় উদ্বার করে।
নিহত শিশুটির পিতা ও মাতা এসবিএম ইট ভাটায় শ্রমীকের কাজ করে।
খুলনার ডুমুরিয়া উপজেলার বুল বাড়ীয়া গ্রামের বাসিন্দা এবং ইট ভাটার শ্রমিকদের আবাসনে থাকেন।