খুলনা প্রতিনিধিঃ
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম বিষয়ে মাসিক সমন্বয় সভা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা  উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে ৩০ অক্টোবর  সকাল ১০ অনুষ্ঠিত হয়।  সভায় প্রধান অতিথি’র বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার কাজী এনামুল হক। উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মো. আব্দুস ছালাম’র সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় ফিল্ড অফিসার মো.  শাহাবুদ্দিন। অনুষ্ঠানে বক্তৃতা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা কামরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনেরর সাধারণ  কেয়ারটেকার আবু বকর, মো. আমানুল্লাহ, মাওলানা আব্দুল হামিদ, আখতার খান প্রমুখ। এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অন্তর্ভূক্ত শিক্ষক ও শিক্ষিকাগণ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে