খুলনা প্রতিনিধি:
 খুলনার রূপসায় চুরির অপবাদ সইতে না পেরে দিন মুজুরের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সে রূপসা উপজেলার টিএসবি ইউনিয়ন তালতলা গ্রামের মৃত সন্তোষ সিংহের ছেলে আনন্দ সিংহ (৫৫)। পুলিশ ও পরিবার সূত্রে জানাযায়, গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে আনন্দ বাড়ি থেকে নিখোঁজ হয়। তাকে অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়না। পরবর্তীতে গত ২৫ মার্চ দুপুরে পাঁচানী দবির কাজির বাগানের পরিত্যাক্ত ঘরে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পাই স্থানীয়রা। পরে রূপসা থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে করে এবং ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেছে।
      আনন্দ দিনমুজুরী কাজ করে জিবীকা নির্বাহ ও পরিবার নিয়ে বসবাস করে আসছিল। মৃতের স্ত্রী ও অনার্স পডুয়া ছেলে বাপ্পী কান্না জড়িত কন্ঠে বলেন, আমার বোনের স্বামীর সামনে অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রকাশ্যে বিচার করা হবে বলেও হুমকি দেয় কার্তিক সহ কয়েকজন। সে ক্ষোভে দুঃখে তার মুখ কাউকে দেখাবে না বলে গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আসে। আমার স্বামীকে ষড়ন্ত্রণ করে কার্তিকরা মেরে ফেলেছে। আমি তার বিচার চাই। এ ব্যাপারে তার পুত্র বাপ্পি সিংহ বাদী হয়ে রূপসা থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে