নিজস্ব সংবাদদাতা: খিচুড়ি রান্না শিখতে নয়, সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দুপুরে রান্না করা খাবার দেয়ার বিষয়ে প্রশিক্ষণের জন্য ১ হাজার কর্মকর্তা কর্মচারীকে বিদেশে পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন। আজ (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে নিজদপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
সচিব বলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের স্কুল ফিডিং পলিসির ভিত্তিতে ১৯ হাজার ২৯৬ কোটি টাকার একটা প্রকল্পের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যেই দুপুরে রান্না করা খাবার দেওয়া হবে। আর তাই বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর যেখানে শিক্ষার্থীদের জন্য এই খাবার দেয়ার নিয়ম চালু আছে, তারা কিভাবে এর ব্যবস্থাপনা করছেন সেই বিষয়ে দক্ষতা বাড়ানোর জন্য ১ হাজার কর্মকর্তা কর্মচারীকে প্রশিক্ষণের পাঠানোর জন্য প্রস্তাব করা হয়েছে। তবে এর জন্য কোনো টাকা চাওয়া হয়নি।
দেশে এরই মধ্যে পাইলট প্রজেক্ট হিসেবে দেশের ১৬টি উপজেলায় রান্না করা খাবার দেওয়া হচ্ছে। বৃহৎ আকারে করার জন্য এটা একটা মহাযোগ্য উল্লেখ করে তিনি বলেন, ভিডিও দেখে বা একজনকে নিয়ে এটা করা সম্ভব নয়। কাগজে-কলেমে দেখা এক জিনিস আর প্র্যাকটিক্যাল দেখা ভিন্ন।