নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্থায়ী জামিন চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয় বরাবর আবেদন করেছে তার পরিবার। চিকিৎসার বিষয়টিকে গুরুত্ব দিয়ে মঙ্গলবার বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার পরিবারের পক্ষে এ আবেদন করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানিয়েছেন, কারাবিধি অনুযায়ী খালেদা জিয়ার পক্ষে করা আবেদনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে তা আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে। সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়া গত ২৫ মার্চ নির্বাহী আদেশে ছয়মাসের জামিনে মুক্ত রয়েছেন, যার মেয়াদ আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে।