খুলনা প্রতিনিধিঃ
নগরীর খালিশপুরে এক কন্যা সন্তানের জননী (১৯) গণধর্ষনের শিকার হয়েছে। বুধবার গভীর রাতে খালিশপুর নিউ মার্কেট বাজারের ভিতরে একটি পরিত্যক্ত রুমে ওই নারীকে ৪ যুবক মিলে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে ওই ৪ ধর্ষণকারীকে আটক করেছে পুলিশ।
খালিশপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ জানান, নগরীর সোনাডাঙ্গা এলাকার এক কন্যা সন্তানের জননী ইজিবাইকে করে খালিশপুরে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সে সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা নুরুজ্জামান ওরফে এমপি, মোঃ সাইদ খান, সুমন হাওলাদার ও নাজমুল হোসেন নামে চার যুবক ওই যুবতি নারীকে ইজিবাইক থেকে জোর করে তুলে নিয়ে যায়। পরে ওই পরিত্যক্ত ভবনে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় ধর্ষকরা। বুধবার সকালে ওই নারী খালিশপুর থানায় এসে লিখিত অভিযোগ করেন চার যুবকের বিরুদ্ধে।
অভিযোগের ভিত্তিতে খালিশপুর থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোয়ালপাড়া বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন রেললাইন বস্তির মৃত সাহেব আলীর পুত্র নুরুজ্জামান ওরফে এমপি (২৭), হাউজিং বাজার বক্কার বস্তির সবুজ খানের পুত্র মোঃ সাইদ খান (২৫), ক্রিসেন্ট গেট রেললাইন বস্তির কালাম হাওলাদারের পুত্র সুমন হাওলাদার (২৬) ও পিপলস পাঁচতলার মিজান খানের পুত্র নাজমুল হোসেন (২৫) আটক করে। এ ঘটনায় খালিশপুর থানায় মামলা হয়েছে (নং-২৯)।
মামলার তদন্তকারী কর্মকর্তা খালিশপুর থানার ওসি (তদন্ত) নিমাই চন্দ্র কুন্ড জানান, ধর্ষিতা মেয়েটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা শেষে ওসিসিতে রাখা হয়েছে। আটক আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে, তাদের রিমান্ডের আবেদন করা হবে।
ওসি কাজী মোস্তাক আহমেদ জানান, আটক আসামিরা খালিশপুরের চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী। তাদের নামে খালিশপুর থানায় একাধিক মামলা আছে।