ক্রীড়া ডেস্ক:
ইউরো ফুটবলে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ক্রোয়েশিয়াকে ৫-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন।
ডেনমার্কের তেলিয়া পারকেন স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর ম্যাচই যেন খেলল স্পেন ও ক্রোয়েশিয়া। ৮৫ মিনিট পর্যন্ত ম্যাচের স্কোরলাইন ছিলো স্পেন ৩-১ গোলে এগিয়ে। নির্ধারিত সময়ের খেলা শেষে সেটাই হলো ৩-৩। লড়াকু ক্রোয়েশিয়া দুই গোল করে সমতায় ফিরেছে। খেলা গড়ায় অতিরিক্ত মিনিটে।
তবে, ম্যাচের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে সেরা আটে জায়গা করার লড়াই। ২০ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার পেড্রির ভুলে আত্মঘাতী গোল হজম করতে হয় লুইস এনরিকের দলকে।
৩৮ মিনিটে পাবলো সমতায় ফেরায় স্প্যানিশদের। ৫৭ মিনিটে কেসার ক্রোয়েশিয়ার জালে বল জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন। ৭৬ মিনিটে ফেরান টরেস করেন আরো একটি গোল। ৮৫ মিনিটে মিল্লাভ ওরসিক ও অতিরিক্ত সময়ে মারিও প্যাসালিক স্পেনের জালে বল জড়ালে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচটি। অতিরিক্ত মিনিটের প্রথমার্ধে মুরতা ও মাইকেল ওয়ারজাবল স্পেনের হয়ে করেন ২টি গোল। আর গোল না হওয়ায় জয় নিয়ে ইউরো ফুটবলের সেরা আটে জায়গা করে স্পেন।
দুই দল মিলে করেছে ৮ গোল। ইউরোর ইতিহাসে যেটি দ্বিতীয় সর্বোচ্চ গোলের ম্যাচ। ১৯৬০ সালে সেমিফাইনাল হয়েছিলো ৯ গোল। ফ্রান্সকে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালে ওঠে যুগোস্লাভিয়া।