Dhaka ০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

কোরবানি পশুর হাটের আকর্ষণ ‘বিগশো’ ও ‘কালামানিক’

  • Reporter Name
  • Update Time : ০৬:০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
  • 174

স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদ এলেই পশুর হাটের আকর্ষণ বাড়ায় নানা জাতের নানা নামের গরু। কোনোটার নাম বাদশা, কোনোটা আবার সম্রাট। কোনোটাকে ডাকা হয় মেসি কিংবা চিতা বাঘ নামে। এবার কোরবানির ঈদ সামনে রেখে খোঁজ মিলেছে ‘বিগশো’ ও ‘কালামানিকের’।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের খামারি মো. বাবুল শেখের বাড়িতে উঁকি দিতেই দেখা মিলেছে কোরবানির হাটের জন্য প্রস্তুত করা বিশালাকৃতির গরু দুটির।

বাবুল শেখ জানিয়েছেন, কোনও ধরনের মেডিসিন ব্যবহার না করে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পালন করা হয়েছে ‘বিগশো’ ও ‘কালামানিককে’। তিনি বিগশোর দাম ধরেছেন ২০ লাখ ও কালামানিক ১২ লাখ।

কোনও একজন ক্রেতা বিগশো ও কালামানিককে কিনে নিলে ওই ক্রেতাকে উপহার হিসেবে একটি গরু ফ্রিতে দেয়া হবে বলে জানান বাবুল শেখ।

অন্যান্য ব্যবসার পাশাপাশি গত ১৫ বছর ধরে খামার ব্যবসায় জড়িত বাবুল শেখের খামারে বর্তমানে ছোটবড় বিভিন্ন জাতের ১২৫টি গরু রয়েছে। বছর তিনেক আগে মাত্র ৩ মাসের ব্যবধানে তার খামারেই বিগশো ও কালামানিকের জন্ম হয়। এরপর থেকেই তিনি গরু দুটিকে বিশেষ যত্নে লালন পালন করেন।

‘ব্রাহ্মা শাহীওয়াল’ জাতের বিগশোর বর্তমানে ওজন ১ হাজার ২০০ কেজির বেশি এবং ‘শাহীওয়াল’ জাতের কালামানিকের ওজন ১০০০ কেজি। বিগশোর উচ্চতা প্রায় সাড়ে ৬ ফুট, লম্বা প্রায় ১১ ফুট। আর কালামানিকের উচ্চতা ৬ ফুট, লম্বায় সাড়ে ৯ ফুট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কোরবানি পশুর হাটের আকর্ষণ ‘বিগশো’ ও ‘কালামানিক’

Update Time : ০৬:০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০

স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদ এলেই পশুর হাটের আকর্ষণ বাড়ায় নানা জাতের নানা নামের গরু। কোনোটার নাম বাদশা, কোনোটা আবার সম্রাট। কোনোটাকে ডাকা হয় মেসি কিংবা চিতা বাঘ নামে। এবার কোরবানির ঈদ সামনে রেখে খোঁজ মিলেছে ‘বিগশো’ ও ‘কালামানিকের’।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের খামারি মো. বাবুল শেখের বাড়িতে উঁকি দিতেই দেখা মিলেছে কোরবানির হাটের জন্য প্রস্তুত করা বিশালাকৃতির গরু দুটির।

বাবুল শেখ জানিয়েছেন, কোনও ধরনের মেডিসিন ব্যবহার না করে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পালন করা হয়েছে ‘বিগশো’ ও ‘কালামানিককে’। তিনি বিগশোর দাম ধরেছেন ২০ লাখ ও কালামানিক ১২ লাখ।

কোনও একজন ক্রেতা বিগশো ও কালামানিককে কিনে নিলে ওই ক্রেতাকে উপহার হিসেবে একটি গরু ফ্রিতে দেয়া হবে বলে জানান বাবুল শেখ।

অন্যান্য ব্যবসার পাশাপাশি গত ১৫ বছর ধরে খামার ব্যবসায় জড়িত বাবুল শেখের খামারে বর্তমানে ছোটবড় বিভিন্ন জাতের ১২৫টি গরু রয়েছে। বছর তিনেক আগে মাত্র ৩ মাসের ব্যবধানে তার খামারেই বিগশো ও কালামানিকের জন্ম হয়। এরপর থেকেই তিনি গরু দুটিকে বিশেষ যত্নে লালন পালন করেন।

‘ব্রাহ্মা শাহীওয়াল’ জাতের বিগশোর বর্তমানে ওজন ১ হাজার ২০০ কেজির বেশি এবং ‘শাহীওয়াল’ জাতের কালামানিকের ওজন ১০০০ কেজি। বিগশোর উচ্চতা প্রায় সাড়ে ৬ ফুট, লম্বা প্রায় ১১ ফুট। আর কালামানিকের উচ্চতা ৬ ফুট, লম্বায় সাড়ে ৯ ফুট।