স্পোর্টস ডেস্ক:
গেল মৌসুম বেশিরভাগ সময় দুর্দান্ত ফুটবল খেলেও মাঝামাঝি সময়ে পথ হারিয়ে কোন শিরোপার মুখ দেখেনি বার্সেলোনা। এবারও উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব পিএসজির কাছে হেরে বিদায় ও লা লিগায় ‘এল ক্লাসিকো’ তে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে স্প্যানিশ লিগ পুনরুদ্ধার ফিকে হয়ে যাওয়ায় শিরোপাখরার সময় আরও সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল।
শেষ ভরসা ছিল কেবল নিজেদের প্রিয় প্রতিযোগিতা কোপা দেল রে।
শেষ পর্যন্ত কোপা দেল রে জিতেই নিজেদের শিরোপাখরা কাটালো কাতালানরা। অ্যাথলেটিকো বিলবাওকে হারিয়ে নিজেদের ইতিহাসে ৩১তম কোপা দেল রে শিরোপা জিতেছে মেসিরা।
শনিবার রাতে স্প্যানিশ কোপা দেল রে ফাইনালে অ্যাথলেটিকো বিলবাওকে ৪-০ গোলে হারিয়েছে রোনাল্ড কোম্যানের র দল। জোড়া গোল করে বার্সেলোনার জয়ে নেতৃত্ব দেন দলের সেরা তারকা লিওনেল মেসি। একটি গোল করেন অঁতোয়ান গ্রিজমান ও ফ্রেংকি ডি ইয়ং।
ডাচ কোচ রোনাল্ড কোম্যানের অধীনে এটিই কাতালান দলটির প্রথম শিরোপা। আর অন্যদিকে দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার কোপা দেল রে ফাইনাল হারলো মার্সেলিনো গার্সিয়ার অ্যাথলেটিকো বিলবাও।