রুদ্র অয়ন এর কবিতা
কোনটা তোমার ইচ্ছে
পাতাবাহার নিবে নাকি ফুল
দু’টোই নজরকাড়া,
একটা সুবাসহীন একটা
সুগন্ধে মাতোয়ারা!
পাতাবাহার নিবে নাকি ফুল
দু’টোই নজরকাড়া,
একটা সুবাসহীন একটা
সুগন্ধে মাতোয়ারা!
সাগর ছোঁবে না কি আকাশ?
দু’টোইতো বেশ নীল,
ছুঁতেই পারো যা মনে চায়
দু’টোয় অনেক মিল!
কাঁদাবে শুধু না দেবে মন
কোনটা বলো ইচ্ছে?
তুমিহীনে নয়ন ও হৃদয়
দু’টো-ই আজ ভিজছে!