Dhaka ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কে হচ্ছে নন্দীগ্রাম পৌরবাসীর কান্ডারী

  • Reporter Name
  • Update Time : ০১:৪৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
  • ১৮৪ Time View
টিপু সুলতান,নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:
আগামীকাল ৩০ জানুয়ারি বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন। কে হবেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র তথা কান্ডারী। তা এখন দেখার বিষয় মাত্র। নন্দীগ্রাম পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৫ হাজার ৯শ’ ৪৪ জন ভোটার রয়েছে। কাল তারা ভোটাধিকার প্রয়োগ করবে। মেয়র পদে ৩, ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭ ও ৩ সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী  প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত২৮ জানুয়ারি মধ্যরাতে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ। তারপরেই শুরু হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। এদিকে ভোটাররাও ভোট দিতে প্রস্তুত রয়েছে। ৩০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে একটানা ভোট গ্রহণ শুরু হবে। ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনিছুর রহমান নৌকা প্রতীক, বিএনপি মনোনীত প্রার্থী সুশান্ত কুমার সরকার শান্ত ধানের শীষ প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান সিদ্দিকী জুয়েল জগ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। এদিকে জয়-পরাজয় নিয়ে টেনশনে রয়েছে প্রার্থী ও ভোটাররা । ২৮ জানুয়ারি দুপুরে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা ৩ মেয়র প্রার্থীর সাথে মতবিনিময় করেছেন। তিনি জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো প্রকার অন্যায় অনিয়ম বরদাস্ত করা হবে না। এ জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সবধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। রিটানিং অফিসার নজরুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই নন্দীগ্রাম পৌরবাসীকে এবং নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Raj Kalam

কে হচ্ছে নন্দীগ্রাম পৌরবাসীর কান্ডারী

Update Time : ০১:৪৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
টিপু সুলতান,নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:
আগামীকাল ৩০ জানুয়ারি বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন। কে হবেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র তথা কান্ডারী। তা এখন দেখার বিষয় মাত্র। নন্দীগ্রাম পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৫ হাজার ৯শ’ ৪৪ জন ভোটার রয়েছে। কাল তারা ভোটাধিকার প্রয়োগ করবে। মেয়র পদে ৩, ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭ ও ৩ সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী  প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত২৮ জানুয়ারি মধ্যরাতে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ। তারপরেই শুরু হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। এদিকে ভোটাররাও ভোট দিতে প্রস্তুত রয়েছে। ৩০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে একটানা ভোট গ্রহণ শুরু হবে। ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনিছুর রহমান নৌকা প্রতীক, বিএনপি মনোনীত প্রার্থী সুশান্ত কুমার সরকার শান্ত ধানের শীষ প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান সিদ্দিকী জুয়েল জগ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। এদিকে জয়-পরাজয় নিয়ে টেনশনে রয়েছে প্রার্থী ও ভোটাররা । ২৮ জানুয়ারি দুপুরে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা ৩ মেয়র প্রার্থীর সাথে মতবিনিময় করেছেন। তিনি জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো প্রকার অন্যায় অনিয়ম বরদাস্ত করা হবে না। এ জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সবধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। রিটানিং অফিসার নজরুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই নন্দীগ্রাম পৌরবাসীকে এবং নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে।