কে করল এই হাল, যার নাম ইকবাল?
কলমে – শ্রী রাজীব দত্ত
জ্বলছে আগুন
জ্বলছে সমাজ
জ্বলছে যে ধর্ম
ভালো করে তল্লাশি করেছিলে
এটা কার কর্ম?
নাম বেরোলো তার ইকবাল
কিছু নিষ্পাপ প্রাণ হলো
দিনেদুপুরে রক্তে রাঙ্গা লাল।
কি দোষ ছিল তাদের?
তারা কারুর ধর্ম তো কুলুষিত করেনি।
উপোস করে অষ্টমীতে
দিতে গিয়েছিল অঞ্জলি,
কে জানতো শেষ হবে
এই রজনীতেই তার শেষ দিনগুলি।
ভাঙলে যে ঠাকুর, ভাঙলে মন্ডপ,
তোমরা কি বোঝনি?
নিষ্পাপ মানুষের উপর চালিয়েছো তান্ডব।
ভেঙে গিয়েছে সম্প্রীতি
ভেঙে গিয়েছে পরস্পরের বিশ্বাস,
তোমরাই প্রমাণ করলে ভাই
বৃন্ত দুটো আজ এক আর নাই।
দুটি কুসুমও আলাদা।
সারা বিশ্বের কাছে আজ প্রমাণিত
এটাও ছিল এক চক্রান্ত আর ষড়যন্ত্র।
কি শাস্তি পাবে এবার ইকবাল?
কি শাস্তি পাবে সেই তান্ডব কারীর দল?
কি পুরস্কার পাবে সন্তান হারানো মা,
আচ্ছা, এরাও কি পাবে ক্ষমা?
প্রশ্নগুলো আজ কেমন যেন ছন্নছাড়া
ধর্মযুদ্ধ এ দিকভ্রান্ত, সকলে দিশাহারা।
ওরে সোনার চাঁদ ফিরে আয়,
বলে আজও যে কাঁদছে সেই মা
ফিরিয়ে দিতে পারবে তাকে?
যদি তোমাদের দেওয়া হয় লক্ষ্য লক্ষ্য সোনাদানা।
ধর্মের হয়ে লড়েছিলে যারা,
বলেছিলে তো অনেক কথা
পারলে মুছে দিও…
সেই রক্তের দাগ, আর মায়ের মনের ব্যথা।