কেন অসময়ে ঝরে গেলে সন্দীপ
মহীতোষ গায়েন
■বর্তমান সময়ে সাহিত্যে অল্প সময়ে বিরল প্রতিভার
স্বাক্ষর রেখে সাহিত্য-নক্ষত্রের দেশে অপরাজিত পত্রিকার সম্পাদক ভাতৃপ্রতীম সন্দীপ দাশ চলে গেল,
তার স্মৃতিতে আমার কবিতা-তর্পণ■
এই অসময়ে কেন চলে গেলে সন্দীপ ?
পাতা ঝরা গান শোনার আগেই নিজেই
ঝরে গেলে,অসময়ে আকাশের চাঁদ হয়ে
নক্ষত্রের দেশে চলে গেলে সাহিত্য চর্চায়।
ফুলেরা গভীর যন্ত্রণায়,পাখিরা গান ভুলে
গেছে,মানুষের কথা কে আর অবলীলায়
তুলে ধরবে সাহিত্য দর্পণে,যাওয়ার আগে
একবার বলে গেলে না,যন্ত্রণা-যাপন কথা।
কে আর তোমার মত অল্প দিনেই বুঝে নেবে
কার মধ্যে কতটা প্রতিভা আছে,অল্প সময়ে
কে আর বুঝে যাবে সাহিত্য-সাধনা-সৈনিক,
বিরল প্রতিভা বিকাশের আগে মুছে গেলে।
তোমার অপরাজিতের উত্তরাধিকার কাকে
দিয়ে গেছো জানি না,তোমার অপরাজিত
নীরব অভিমানে শোকবিহ্বল,কে আর তাকে
পরম সমাদরে লালন করবে সাহিত্য-চরাচরে।
মানুষের শোকের আয়ু কমে যাচ্ছে,এখন আর
একবছরও স্থায়ী নয়,তবুও তোমার ভাষা,স্মৃতি
জীবন-সমুদ্রে চিরকাল বয়ে যাবে,সাহিত্য সাধনা
নিয়ে তোমার সাহসী ভালোবাসা পাথেয় হোক।