কৃষকদের কথা
মহীতোষ গায়েন
আদৌ কি তারা কৃষক ছিল
যারা লাঠি,তরোয়াল হাতে,
লালকেল্লায় যে তাণ্ডব হলো
গেল আন্দোলন ভিন্ন খাতে।
কৃষকদের দাবি সঙ্গত ছিল
সেটা বিলক্ষণ জানি সবাই,
নেতাদের দোষে বেসামাল
পথ ইজ্জত গেল জবাই।
জাতীয় পতাকার অবমাননা
তোমাদের উচিত ছিল না ভাই,
দেশের সম্মান ও দশের সম্মান
হোক রক্ষিত সেটাই সবাই চাই।
কৃষক তুমি তরোয়াল ছেড়ে
ধরো লাঙ্গল,কোদাল,কাস্তে,
দাবি পূরণে পথেই নামো
আন্দোলন করো বাঁচতে।