মোঃ ফরহাদ আলী,কুড়িগ্রাম সদর-উপঃ প্রতিনিধি:

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হোটেলে খাবার পরিবেশন করায় কুড়িগ্রাম সদরের খলিলগঞ্জ বাজারের পাশে এস.এস পাম্পের সামনে মীম হোটেল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এক সপ্তাহের লকডাউনের তৃতীয় দিন বুধবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টা দিকে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এ অভিযান অব্যহৃত থাকবে। সরকারি আদেশ না মানলেই গুনতে হবে জরিমানা। এমনকি জেলও হতে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে