সোহেল রানা,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করেছেন কুড়িগ্রাম -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ ।
২৭ ফেব্রুয়ারি (শনিবার) সকালে ১ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সুভারকুটি (৯নংওয়ার্ড) আখেরের মোড় থেকেে গাছবাড়ি পর্যন্ত ১ হাজার ৭’শ ১৫ মিটার দৈর্ঘ্যের একটি সড়কের সংস্কার কাজ উদ্বোধন করেছেন তিনি। স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এ উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ সামিন সাহার ফুয়াদ, নির্বাহী প্রকৌশলীর সহকারী প্রকৌশলী মোঃ এমদাদুল হক, উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, জয় এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ মজনু আলী শেখ, ইউপি চেয়ারম্যান উমর ফারুক, ডায়াবেটিস হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিম রেজা, ইউপি সদস্য মোঃ গোলজার হোসেন, ঠিকাদারের প্রতিনিধি মোঃ শামসুজ্জোহা সুইট ।
আরো উপস্থিত ছিলেন, ওয়াহেদ আলী বানু, আঃছামাদ, রফিকুল ইসলাম, কানন, সিরাজুল ইসলাম, নুরজামাল, আঃ লতিফ মাস্টার প্রমুখ।
এছাড়া স্থানীয় আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।