আসাদুর রহমান,রাজারহাট,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ধরলা সেতু সংলগ্ন এলাকায় পূর্ব পাড়ের প্রস্তাবিত শেখ রাসেল শিশু পার্কে রাতের অন্ধকারে ছিনতাইকারীদের অস্ত্রের কবলে পড়েছেন এক যুবক।

আহত ঐ যুবককে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। আহত ঐ যুবকের নাম ফুলবাবু(১৯)। তিনি উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নেন বালাডোবা গ্রামের মোঃ পাষান আলীর ছেলে। ৩রা জুন বৃহস্পিবার আনুমানিক রাত ৮টার পরে এ ঘটনা ঘটে।

স্থানীয় এক যুবক বলেন, “আমি নদী রক্ষা বাঁধের উপর দিয়ে হাটতে ছিলাম,পাশে দেখি একজন চিৎকার করছে আর বলছে আমাকে বাঁচান। আমি ভয়ে দৌড় দিয়ে সামনে কয়েকজন কে দেখতে পাই, এবং তাদেরকে বিষয়টি অবগত করি। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ”

এর আগে দুপুরে একই জায়গায় মা ও ছেলে ঘুরতে এসে ছিনতাইকারীর কবলে পড়েলে তাদের মোবাইল ফোন ও টাকা ছিনতাই করেন ছিনতাইকারীরা। স্থানীয়রা জানান,মা ও ছেলে কুড়িগ্রাম জজকোর্ট থেকে বাড়ি ফেরার পথে দুপুরে ধরলা সেতুতে হাঁটার জন্য বের হন, এসময় ৩ জনের একটি দল তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নেয়।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতের ঘটনাটি আমরা জেনেছি। আমাদের লোকজন ঘটনাস্থলে রয়েছে। আমরা বিষয়টি দেখছি,প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে এবং দুপুরের ঘটনায় আমরা কোন অভিযোগ পাইনি,অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে