মোঃ ফরহাদ আলী, কুড়িগ্রাম সদর উপজেলা
প্রতিনিধিঃ

কাঠালবাড়ি এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার তার বিরুদ্ধে লালমনিরহাট আদালতের মাদক মামলার সাজা পরোয়ানা ২৩/১৯ রয়েছে।

আসামি নাম সামিউল ইসলাম ( পিউল) (৩৮) পিতা শহিদুল ইসলাম গ্রাম শিবরাম ফকিরপাড়া কুড়িগ্রাম বর্ণিত আসামির বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে।

কুড়িগ্রাম দায়রা আদালতের দীর্ঘদিনের পলাতক আসামী জিআর ৬৫৯/২০১৮ মোঃ সাজ্জু পিতা আব্দুল হক গ্রাম গাডুহারা যাত্রাপুর কে ওয়ারেন্ট গ্রেপ্তার করা হয়।

এছাড়া আসামি লিটন মিয়া (৪০) পিতা সাহাজুল ইসলাম গ্রাম জলিল বিরি মোর কুড়িগ্রামকে পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেফতার করা হয়।
এসআই আমিনুল জিয়াউর রহমান এএসআই নূর মোহাম্মদ এএসআই আরিফুল অভিযান পরিচালনা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে