সোহেল রানা,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
ছোট বেলায় পল্লী কবি জসীমউদ্দিন এর বিখ্যাত কবিতা আসমানী পড়েছিলাম যার প্রথম ছয় লাইন ছিল…
আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও,
ছবিতে যে হতভাগীকে দেখা যাচ্ছে তার নাম আয়শা বেওয়া। স্বামী নেই, সন্তান থাকলেও তারাও নিজেরাই অচল। বয়স ৭৪ ছুঁই ছূঁই। তার নিজস্ব কোনো বাড়ি ভিটা নেই। বৃষ্টিতে হয় নাকাল অবস্থা। টিনের চালে হাজারো ফুঁটা। পানি বন্ধ করার জন্য পলিথিনের প্যাকেট দিয়ে পানি বন্ধ করার ব্যর্থ চেষ্টা। শুধুমাত্র চালের টিন চেয়ে তিনি কান্নাজড়িত কন্ঠে সকলের নিকট আবেদন করেছেন।
বৃদ্ধার করুণ দশা দেখে আশেপাশের সকলের দাবি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা লক্ষ লক্ষ অসহায় ভূমিহীন মানুষদের ঘর দিচ্ছেন। তাই সেই সকল লক্ষ লক্ষ অসহায় ভূমিহীন মানুষদের মতো এই অসহায় আয়েশা বেওয়াকে চলমান মুজিববর্ষে একটি ঘর দিত তাহলে অন্তত খেয়ে না খেয়ে হলেও নিশ্চিন্তে মাথাগুজার ঠাঁইটুকু হতো।
আয়শা বেওয়া বলেন, পেটের তাগিদে সারাদিন অপরের বাড়িতে পরিশ্রম শেষে ঘরে এসে আরামে ঘুমাবো তাও পারি না। কখন যে ঝড় বাতাসে ঘরটি ভেঙে পড়ে এজন্য রাত জেগে থাকতে হয়। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুতি করছি আমাকে যেন একটা ঘর করে দেন।